আওয়ামীলীগ নেতা আ ন ম শফিকুল হকের জানাযা সময় সূচি পরিবর্তন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০০:৪০,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিত
মরহুমের ছোটো ভাই নজরুল হক জানান,আওয়ামীলীগের নেতা আ ন ম শফিকুল হকের জানাযা সময় সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী বাদ জোহর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাও গ্রামের ঈদগাহ মাঠে ১ম জানাযা অনুষ্ঠিত হবে।
বিকাল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো শেষে বাদ আছর হযরত শাহজালাল (র:) এর মাজারে শেষ জানাযা শেষে সেখানেই দাফন করা হবে।
বিকাল ৩টা ৩৮ মিনিটের সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৪) বছর মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছে ।