শোক দিবসে সিলেট জেলা ও মহানগর আ.লীগের র্যালী, শ্রদ্ধা নিবেদন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৫০:০৯,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৭৭ বার পঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেটে র্যালী ও শ্রদ্ধা নিবেদনকরেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ১৫ অগাস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালী ও শ্রদ্ধানিবেদনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, আশফাক আহমদ, শাহ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেনসহ জেলা, মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতীতে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।