গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৪:২০:২৪,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৪ বার পঠিতগোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কালো ব্যাজ ধারন করে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। পরে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে এক শোক র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও সমবায় অফিসার মিঞা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার আলহাজ্জ্ব শফিকুর রহমান, উপজেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আবেদীন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আহম্মেদ কবির খান, যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ইউকে সিনহা, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর,আবু সুফিয়ান আজম, জেলা ছাত্রলীগের সাবেক উপ-বিভাগীয় সম্পাদক হোসেন আহমদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাদিম মাহমুদ শিপলু প্রমুখ।