জকিগঞ্জ থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:২৪,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১২ বার পঠিত
১৪ আগস্ট বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার করেন।
অভিযানে সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন ঈদগাঁহ বাজারস্থ হোমিও ডাক্তার হেলাল আহম্মদ এর রোকেয়া হোমিও নিকেতনের সামনের পাকাঁ রাস্তার উপর থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে।
গ্রেফতারকৃত আসামীর আলকাছ হোসেন (২৮), পিতা- মৃত মুদরেছ আলী, কাজলশাহ, ০৬ নং ওর্য়াড, পো- রতনগঞ্জ, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।