বঙ্গবন্ধুর সোনারবাংলা বাস্তবায়নে আগামী প্রজন্মকে তৈরী হবে ….উপ সচিব সন্দ্বীপ কুমার সিংহ
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:২০:৩৫,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬৪ বার পঠিতজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সাথে নিহত অন্যান্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশের উন্নতিকে বাধাগ্রস্থ করতেই বিপদগামী সেনারাসহ দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে এ নির্মম হত্যাকা- ঘটানো হয়।
এরপরও দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, আর এই উন্নতির রুপকার ছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে তার আদর্শ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে,আগামী প্রজন্মকে তৈরী করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং দেশের উন্নয়নে সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আমাদের আগামী প্রজন্মকে মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলতে হবে।
তিনি শ্রদ্ধা ভরে বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারবর্গকে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ি আয়োজিত র্যালি,আলোচনা সভা ও চিত্রঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক জয়তি দত্তের সভাপতিত্বে ও আরটিসির প্রভাষক সানজিদা সুলতানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন অফিসার আবু ইউসুফ, সাঁটলিপিকার আপিল উদ্দিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল-আমিন। গীতা পাঠ করেন স্মৃতি রাণী সূত্রধর। পরে সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগরে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।-বিজ্ঞপ্তি