ছাত্র মজলিসের ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্পেইন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৩৬:০৩,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৪৮ বার পঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে অদ্য ১৫ আগষ্ট- বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে স্থানীয় বাংলাবাজারে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা উত্তর শাখা সভাপতি আমিরুল ইসলাম আমিনের সভাপতিত্বে ব্লাড নির্ণয় ক্যাম্পেইন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক ছাত্রনেতা বিলাল আহমদ চৌধুরী।
উপজেলা দক্ষিণ শাখা সভাপতি মাহফুজুর রহমান ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্বজেলার সাবেক বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা আসাদুর রহমান চৌধুরী, সিলেট পূর্বজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমীন, সাবেক অফিস ও পাঠাগার সম্পাদক আল-আনহার হামিদ, সাবেক জৈন্তা-গোয়াইনঘাট উপজেলা জোন তত্ত্বাবধায়ক মাওলানা আখলাক হোসাইন, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের গোলাপগঞ্জ পৌর সভাপতি সাইফুর রহমান সয়েফ, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সভাপতি রুবেল আহমদ, সিলেট মহানগরীর স্কুল বিভাগের সভাপতি সাদিকুর রহমান তাপাদার, গোয়াইনঘাট উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মহসিন আহমদ, সেক্রেটারী আবুল কালাম, সাবেক সেক্রেটারী সাহেল আহমদ, আনসার আহমদ, হাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।