তেতলী ইউনিয়ন ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০১:৩১,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫২৩ বার পঠিতদক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি’র পিতা মরহুম হাজী মখলিছুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে তেতলী ইউনিয়ন ছাত্রদল এর উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল শুক্রবার (১৬ আগষ্ট) বাদ আছর তেতলী টিলাবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ইকবাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, তেতলী এলাকার বিশিষ্ট মুরব্বি তুরন মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক মরহুমের ছেলে অলিউর রহমান অলি, সিলেট জেলা যুদবল নেতা মকসুদুল করিম নুহেল, জেলা ছাত্রদল নেতা রুবেল আহমেদ, জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি এনামুল হক, তেতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খালেদুল ইসলাম মনি, সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুবদল নেতা রুহেল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিলাল উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, বুরহান উদ্দিন, মাহবুব আহমেদ, প্রচার সম্পাদক এমাদ আহমেদ, আব্দুল কাহার, ওবায়দুল হক, আসিফ রহমান, মোতালিব, খালেদ প্রমুখ।
মিলাদ শেষে মরহুম মখলিছুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।