বালাগঞ্জের বোয়ালজুড়ে কুরবানীর গোশতে আল্লাহু!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:০০:১০,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬৭২ বার পঠিত
ফাইল ছবিঃ
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নে গরুর গোশতের টুকরায় আরবিতে মহান “আল্লাহ” রাব্বুল আল-আমিনের নাম লেখা পাওয়া খবর পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর গ্রামে। জানা যায়, ১৩ আগষ্ট রাতে সোনাপুর পূর্ব পাড়ার প্রবাসী জুহুর আলির বাড়ীতে ঈদুল আযহার দিন কোরবানির গরুর গোশত রান্না করেন গৃহীনি শেফা বেগম।
রান্না শেষে খাবার পরিবেশনের সময় প্রথমে শেফা বেগমের মেয়ে ও স্থানীয় মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তার লিজা’র চোখে ভেসে উঠে আরবিতে আল্লাহ লেখা মাংসের টুকরোটি।
লিজা “আল্লাহু” লেখা মাংসের টুকরো টুকু দেখে আশ্চর্য হয়ে মাংস টুকরা না খেয়ে তার মাকে মাংসের টুকরোটি দেখান।
পরে, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রশীদকে খবর দিলে তিনি স্থানীয় আলেম মাওঃ আতহার আলিকে নিয়ে আসেন। মাংসের টুকরোটি দেখে মাওঃ আতহার আলী বলেন- আল্লাহর অস্তিত্ব সব জায়গায় বিরাজমান। এছাড়া এরকম “আল্লাহু” লেখা মাংসের টুকরো তিনি আরো একাধিকবার দেখেছেন বলে জানিয়েছেন।
এদিকে, মাংসের টুকরোয় “আল্লাহু” লিখা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাংসের টুকরোটি এক নজরে দেখার জন্য স্থানীয় জনতা এই বাড়িতে ভীড় জমান বলেও জানা যায়।