কাশ্মিরীরে ভারতীয় আগ্রাসন বন্ধ করে অবিলম্বে কাশ্মিরবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দাও …আখতার হুসাইন

ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১:৫৮:৫৯,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬১৩ বার পঠিত
খেলাফত মজলিস ছাতক উপজেলার উদ্যোগে ১৬ আগষ্ট বাদ জুমআ কাশ্মিরী মুসলিমদের ওপর ভারতীয় নিপীড়ন-আগ্রাসনের প্রতিবাদে , স্থানীয় জাউয়াবাজারে বিক্ষোভ মিছিল ও পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্যে উপরোক্তত দাবি তুলে ধরে খেলাফত মজলিস, সুনামগঞ্জ জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক, মাও: আখতার হুসাইন বলেন আমার মাতৃভূমি, সোনার বাংলাদেশ ৯২% মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। সংখ্যাগরিষ্ট মুসলমানের এদেশ কখনো কাশ্মিরী মুসলমানের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। তাছাড়া দীর্ঘ সাত দশকের চে’ বেশি সময় ধরে কাশ্মিরী মুসলমান তাদের কাঙ্ক্ষিত ‘স্বাধীনতা’র জন্যে রক্ত ঝরিয়ে চলেছে। সেখানকার অবস্থা আজ ৭১-পূর্ববর্তী পূর্বপাকিস্তান’র সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। তাই ভুক্তভুগী হিশেবে আমরা তাদের বঞ্চনা এড়িয়ে যাবার কোনো যুক্তি নেই। অতএব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উচিৎ হল কোটিকোটি বাংলাদেশীর প্রাণের দাবি হিশেবে কূটনৈতিক প্রচেষ্টায়, সরকারিভাবে ভারত সরকারকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া যে কাশ্মিরী জনতার ন্যায্য দাবি উপেক্ষা করে অমানবিক নির্যাতন বাংলাদেশ তথা মুসলিমবিশ্বসহ আধুনিক সভ্যতা কখনো সমর্থন করতে পারে না। সুতরাং অবিলম্বে দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ করে কাশ্মিরবাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দিন।
খেলাফত মজলিস, ছাতক উপজেলা শাখা’র সভাপতি, মাও: আবুল হাসনাত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, হাফিজ মাও: সাঈদ আহমদ ও নির্বাহী সদস্য, সাংবাদিক মাও: জুনাইদ আহমদ’র যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন- প্রিন্সিপাল, মাও: খলিল আহমদ, উপজেলা সহসভাপতি, মাও: জসিম উদ্দিন, সহসভাপতি, মাও: সালেহ আহমদ, ছাতক পৌর শাখা’র সাধারণ সম্পাদক, জনাব ফারুক আহমদ।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস, সুনামগঞ্জ জেলা শাখা’র সেক্রেটারি, হাফিজ তহুর আহমদ নুমান। ছাত্র মজলিস, সিলেট মহানগর শাখা’র প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ আব্দুর রব।
এছাড়াও খেলাফত মজলিস, উপজেলা শাখা’র প্রশিক্ষণ সম্পাদক, মাও: আব্দুস্ সালাম সালিক, উলামাবিষয়ক সম্পাদক, মাও: আবু সুফিয়ান, জাউয়াবাজার ইউপি শাখা’র সাধারণ সম্পাদক, জনাব, মুহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্র মজলিস, ছাতক উপজেলা শাখা’র সেক্রেটারি, তাজিদুল ইসলাম, হাফিজ হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরিশেষে খেলাফত মজলিস, ছাতক উপজেলা শাখা’র সহসভাপতি, মাও: আমজাদ আলি’র মুনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা’র সমাপ্তি ঘোষণা করা হয়