গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
গোলাপগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২:০৭:০৫,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩২১ বার পঠিত
গোলাপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ কানিশাইলে যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। এসময় তিনি বলেন, জাতির জনককে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী চক্র মনে করেছিল সোনার বাংলার স্বপ্নকে ধূলিস্যাৎ করে দিবে। কিন্তু তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে স্বাধীনতা বিরোধী চক্রের সেই স্বপ্ন সফল হয়নি। দেশ আজ অনেকদূর এগিয়ে গেছে। আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করে সেই অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতলিবের সভাপতিত্বে এবং লেখক ও শিক্ষানুরাগী খায়রুল ইসলাম সুহেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম। এসময় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এমএ হান্নান, নকুল রাম মালাকার, নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকবাল আহমদ, প্রবাসী জসিম উদ্দিন, সিলেট জেলা যুবলীগ নেতা রুবেল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, রমজান আলী, হৃদয় আহমদ প্রমুখ।