গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ২

গোলাপগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২:১২:৩৯,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৪২ বার পঠিত
গোলাপগঞ্জের সদর ইউনিয়নের রাণাপিংয়ে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গীর্দ্দ এলাকার মাওলানা আব্দুল হালিমের ছেলে জুবায়ের আহমদ (১৯) ও আনহার আহমদ (২১)।
এ ঘটনায় শুক্রবার আহত দুই যুবকের বড় ভাই কাউছার আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়,
শুক্রবার বিকাল ৩টার দিকে গোঘা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সুজাল আহমদ, আন্তু মিয়ার ছেলে মিজান আহমদ, আব্দুল হান্নানের ছেলে মাহাদি আহমদ, সেলিম আহমদের ছেলে সাঈদ আহমদ ও সিরাজ আলীর ছেলে রিমন আহমদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা বিষয়টি মিমাংসা করে তাদের বাড়ী পাঠিয়ে দেন। পরে প্রতিপক্ষের সুজাল গংরা পরিকল্পিত ভাবে বিকেল ৪টার দিকে জিজিএম শাহী ঈদগাহর সামনে ফোন দিয়ে ডেকে এনে তাদের উপর হামলা চালায়। এ সময় লোহার রডের আঘাতে আনহার ও জুবায়ের মাঠিতে লুঠে পড়েন। তাৎক্ষনিকভাবে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।