বালাগঞ্জে ডাঃ জিতেন চক্রবর্ত্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:৪০,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৯ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ
হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের বালাগঞ্জ উপজেলা প্রতিষ্টাকালীন সাধারন সম্পাদক ডাঃ জিতেন চক্রবর্ত্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা শ্রী শ্রী গোপীনাথ জিউ আশ্রমে অনুষ্ঠিত হয়।
১৬ আগষ্ট দুপুর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরীর পরিচালনায় এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্রগীতা পাঠ করেন বীরেশ দেবনাথ। বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় । বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দুবৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপনের উপদেষ্টা প্রদ্যুন্ম কুমার দত্ত ভানু, বীরেন্দ্র কুমার দাস ছবি, ডাঃ কাজল লস্কর,প্রভাত চন্দ্র রায়, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য শিক্ষক প্রতাপ চক্রবর্ত্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন,সাধারন সম্পাদক নয়ন তালুকদার,প্রয়াতডাঃ জিতেন চক্রবত্তীর ছেলে ব্যাংকার জিষ্ণু চক্রবর্ত্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারন সম্পাদক পুলক দাস দুরন্ত, সাংগঠনিক সম্পাদক স্বপন কান্তি দাস সপু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক বারিন্দ্র দাস, সাধারন সম্পাদক ঝলক দাস, গোপীনাথ জিউ আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নীলমনি ধর, পবিত্র নাথ বাটা বাবু, শিক্ষক নগেন্দ্র লাল রায়, রবীন্দ্র কুমার দাস রবি, ঋষিকেশ দাস রিসন, দিপুলাল দেব, বালাগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মিন্টু দেবনাথ,সাংগঠনিক সম্পাদক গোপাল দেবনাথ, পশ্চিমগৌরিপুর ইউনিয়ন পূজা পরিষদের সাধারন সম্পাদক ডাঃ নান্টু দাস, সাধু বাবু, বাজি রায়, শিক্ষক বিউটি চক্রবর্ত্তী, বিপ্লব দেবনাথ, গোবিন্দ বিশ্বাস, ব্যবসায়ি জয়দ্বীপ দেবনাথ, দিপংকর ধর, অজয় দাস, অসিত দেব, নিশি বিশ্বাস, মিন্টু দাস, ছাত্রযুবঐক্য পরিষদের বিকাশ সরকার, মৃদুল দাস,সহ ঐক্যপরিষদ, পুজা পরিষদও ছাত্রযুব ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। তার কর্মের মধ্যই বেচে থাকবেন তিনি।