দক্ষিণ সুরমায় মানিকের জুয়ার র্বোডে র্যাবের অভিযান, আটক ৭
টাইম সিলেট
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:০৪,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮৬ বার পঠিতদক্ষিণ সুরমা থানা এলাকার ক্বীন ব্রীজের বনিচ থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ষ্টেশন রোড এলাকার ক্বীন ব্রীজের নিচে টিনের ছাপড়া ঘরের ভিতরে মানিকের জুয়ার র্বোড থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ওবাইনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন ষ্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হল র্ভাথখলা এলাকার শওকত হোসেন (৩২), দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকার কুমিল্লা পট্টির মৃত উসমান মিয়ার ছেলে মানিক মিয়া (৩৫), মো. মিলন (২৩), সুনামগঞ্জের ফজলু মিয়া (২২), আব্দুল মমিন (২২), বিশ্বনাথের টেংরা এলাকার শহিদ আলী (৪০) ও মৌলভীবাজারের জুয়েল (২৯)।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।