বন্ধ হচ্ছে ফেসবুক গ্রুপ চ্যাট
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:০১:২০,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৩৯ বার পঠিত
প্রাইভেসির কথা চিন্তায় এনে এবার ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট সেবা বন্ধ করছে ফেসবুক। কাজের প্রয়োজনে কিংবা আড্ডায় ফেসবুক গ্রুপ চ্যাটের জুড়ি নেই। যা আগামী বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে কার্যকর হবে।
শনিবার সকাল থেকেই ব্যবহারকারীদের ম্যাসেঞ্জারে এ সংক্রান্ত নটিফিকেশন দিয়েছে ফেসবুক। তবে গ্রুপ চ্যাট বন্ধ হলেও পূর্বের চ্যাটগুলো দেখা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম যে কাঠামোতে তৈরি করা হয়েছে তার সঙ্গে ফেসবুকের গ্রুপ চ্যাট ফিচার মানানসই নয়। এছাড়া ফেসবুক ইউজারদের তথ্য সুরক্ষার জন্য সব সময় কাজ করছে এই সামাজিক মাধ্যমটি।
ফেসবুক চালুর পর ২০১৩ সালে গ্রুপ চ্যাট চালু করা হয়, যা ডেস্কটপ, ল্যাপটপ ছাড়াও অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ব্যবহার করা যায়।
গ্রুপ চ্যাট বন্ধ হলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাট করা যাবে। ফ্রেন্ড লিস্টে নেই এমন বন্ধুরা গ্রুপে এড হতে পারবে না। কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক এক পোস্টে জানিয়েছে,