অবশেষে পারাইরচকে সড়ক থেকে পচা চামড়া অপসারণঃ দূর্গন্ধে পরিবেশ বিপর্যয়
সিটি কর্পোরেশনের মেয়রের এলাকা পরিদর্শন
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:২৪:৫৪,অপরাহ্ন ১৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫১৫ বার পঠিতদক্ষিণ সুরমার পারাইরচকে (লালমাটিয়ায়) অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন থেকে শনিবার পচা চামড়ার স্তুপ অপসারণ করা হয়েছে।
বিভিন্নগণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিটি কর্তৃপক্ষের টনক নড়ে। শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ডাম্পিং স্টেশন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের উপরে ময়লা-আবর্জনা না ফেলার নির্দেশ দেন।
সিটি মেয়র ডাম্পিং স্টেশন এলাকায় পৌছার পূর্বেই সকালে রাস্তার পাশে থাকা গরু-ছাগলের পচা চামড়া সরিয়ে মোটামুটি ৫০ গজ দূরে নিয়ে ময়লা-আবর্জনা দিয়ে চাপা দেয়া হয়। ডাম্পিং স্টেশনের বাইরে রাস্তায় পড়ে থাকা গরু-ছাগলের হাড়গোড়ও দু’টি বড় ট্রাকে করে রাস্তার পাশ থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়।
গত কিছুদিন থেকে সিলেট-মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে ডাম্পিং স্টেশনের মূল রাস্তা দিয়ে আবর্জনাবাহী ট্রাকগুলো ভেতরে না ঢুকে পশ্চিমপ্রান্তের সীমানা দেয়াল ভেঙে সড়কের উপরেই সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনাগুলো রেখে যায়। ফলে সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন সিলেট-মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কটি ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি এ সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রী সাধারণকে দূর্গন্ধের কারণে নাকে রুমাল চাপা দিয়ে যেতে হয়।
এছাড়া, ৩ দিকে সীমানা বেষ্টনি না থাকায় বৃষ্টি হলেই ডাম্পিং স্টেশনে ফেলা বর্জ আশেপাশের ক্ষেতের জমি, বিল এবং স্থানীয় মাছের খামার, খাল-নালা ও পুকুর সমুহে ছড়িয়ে পড়ে। ফলে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। পানি দুষণের পাশাপাশি জলজ প্রাণী মরে যায়। যত্রতত্র বর্জ ফেলার কারণে দূর্গন্ধে পার্শ¦বর্তী ২/৩ কিলোমিটার এলাকার পরিবেশ মারাত্মকভাবে দুষিত হয়ে পড়েছে। এছাড়া পার্শ্ববর্তী হাওর ও বিলে চাষ করতে আসা কৃষক ও জেলেরা দুষিত পানির কবলে পড়ে নানা রকম চর্মরোগে আক্রান্ত হয়ে পড়েছেন।
এদিকে পারাইরচক ও লালমাটিয়া এলাকায় বেশ কিছু উদ্যোক্তা ৩/৪টি হাউজিং প্রকল্প গড়ে তুলেছেন। ইতোমধ্যে প্রবাসীসহ বিভিন্ন ব্যক্তি আগ্রহান্বিত হয়ে এসব হাউজিং প্রকল্পে প্লট খরিদ করেছেন। কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনার ভাগাড়ের কারণে প্লট গ্রহিতারা কোন স্থাপনা তৈরী করতে আগ্রহ দেখাচ্ছেন না।
উল্লেখ্য, সিলেট-মোগলাবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে দীর্ঘ কয়েক বছর যাবত সিলেট সিটি কর্পোরেশন ট্রাকযোগে প্রতিদিন দিনে-রাতে সিটি এলাকার ময়লা-আবর্জনা ফেলছে। বর্তমানে ডাম্পিং স্টেশনের পাশে আরো বিশাল এলাকাজুড়ে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা সড়কের পাশে না ফেলে অন্যস্থানে ফেলার জন্য বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসহ এলাকাবাসী দাবি করে আসলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। বরং গণদাবী উপেক্ষা করে কর্তৃপক্ষ নতুন করে আরো বিশাল এলাকা জুড়ে সড়কের পাশে ডাম্পিং স্টেশনের বিস্তৃতি বৃদ্ধি করায় এ এলাকার পরিবেশ ভয়াবহ আকার ধারণ করছে। এসব কারণে এই এলাকার মানুষের মধ্যে দিন দিন ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে।