ফটো সাংবাদিক নুরুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিলেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোঃ ইউনুছুর রহমান
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:১৯:২৪,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯০ বার পঠিত
সড়ক দূর্ঘটনায় আহত সিলেটে এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন সিলেট ফটো সাংবাদিক পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলামের চিকিৎসার সকল ধরনের ব্যয়ে বহন করলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোঃ ইউনুছুর রহমান।
রবিবার সকালে চিকিৎসাধিন সিলেট ফটো সাংবাদিক পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল কবীর পাভেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোঃ ইউনুছুর রহমান সাথে একান্ত সাক্ষাতে অংশগ্রহণ করেন।
এসময় সমিতির সভাপতি ফটো সাংবাদিক নুরুল ইসলামের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আলাপ করে অনুরোধ জানান চিকিৎসার ব্যয়ে ভার বহনের। অনুরোধের প্রতি সম্মান জানিয়ে পরিচালক সব ধরনের চিকিৎসার ব্যয়ে ভার বহন করার ঘোষনা প্রদান করেন।
পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোঃ ইউনুছুর রহমান সিলেট ফটো সাংবাদিক পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাজমুল কবীর পাভেলকে সাথে নিয়ে ফটো সাংবাদিক নুরুল ইসলামকে দেখতে যান এবং চিকিৎসার সকল ধরনের খোজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনএ সিলেটের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সিলেট ফটো সাংবাদিক পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের প্রশিক্ষণ সম্পাদক রেজা রুবেল প্রমুখ।
প্রসঙ্গত হাসপাতালের কেবিনের নির্ধারিত ভাড়া,বাহির থেকে যে সকল ঔষধ নিয়ে আসা হবে সকল ধরনের চিকিৎসার ব্যয়ভার বহন করবেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোঃ ইউনুছুর রহমান।-বিজ্ঞপ্তি