বালাগঞ্জে ডেইযুসের কমিটি গঠন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৭:২১,অপরাহ্ন ১৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫৬৪ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জের বৃহত্তম অরাজনৈতিক সামাজিক সংগঠন ডেকাপুর ইসলামি যুব সংঘ (রেজি. নং ৯৬/৮৭)’র ২০১৯-২১ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাম্প্রতিক সংঘের কার্যালয়ে এ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংঘের প্রধান উপদেষ্টা ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদীর সভাপতিত্বে ও মির্জা আবুল কালাম এর পরিচালনায় সর্ব সম্মতিক্রমে শেখ আব্দুল মুকিতকে পুনরায় সভাপতি ও মির্জা আব্দুল বাছিতকে সাধারণ সম্পাদক এবং শেখ জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মির্জা আব্দুস ছাত্তার রঞ্জু, সহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মির্জা রাসেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবুল হোসেন, প্রচার সম্পাদক শেখ নুনু মিয়া, সমাজ সেবা সম্পাদক মির্জা ছিনু মিয়া, পাঠাগার সম্পাদক মাওলানা রত্তশন আহমদ বেগ, অফিস সম্পাদক মির্জা সিরাজুল ইসলাম।