বালাগঞ্জের বোয়ালজুড় বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:৪৮,অপরাহ্ন ১৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮১ বার পঠিত
জাগির হোসেন বালাগঞ্জ থেকেঃ বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার বনিক সমিতির নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে।
সভাপতি পদে মুফতি মাহমুদ জায়গীরদার (চেয়ার) ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হামিদ (রিক্সা) ৯৪টি ভোট পান। সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম সুমন (বাঘ) ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কদ্দুছ লকুছ (চশমা) ৬২টি ভোট পান।
সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান আমিন (বাই-সাইকেল) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমূল হোসেন জায়গীরদার ফরহাদ (হরিন) ১১৪ ভোট পান। সহ-সাধারণ সম্পাদক পদে মানবজমিনের বালাগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুস শহিদ (আম) বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ-পরিকল্পনা সম্পাদক পদে আকিকুল ইসলাম খালিছাদার (ফুটবল) ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আদিল আহমদ (মই) ১০৮ টি ভোট পান।
১নং ব্লকে সদস্য পদে বিজয়ী হয়েছেন আব্দুল আজিজ খালিছাদার, জাহাঙ্গীর আলম বিজয়, কানু বৈদ্য দাগন।
২নং ব্লকে সদস্য পদে বিজয়ী হয়েছেন সাহেদ আহমদ, জাহেদুর রহমান মুন্না, তছকির আলী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজ সেবক সিরাজুজ্জামান খান মঙ্গল, সচিব ডাঃ মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী কমিশনার বেলায়েত হোসেন বেলাল, রিয়াজ উদ্দিন, ময়নুল ইসলাম জানুর, সামাদুল ইসলাম। নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, এডভোকেট রহমত আলী, বনিক সমিতির সাবেক সভাপতি আতাউর রহমান, সমাজ সেবক তুহিন মনসুর, আমির আলী, কবি জালাল আহমদ খালিছদার, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিকআব্দুস শহিদ, আব্দুল মুনিম।
নির্বাচনে ২৫২ জন ভোটারের মধ্যে ২৪৪ জন ভোটার ভোট প্রদান করেন। প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা রতন চন্দ্র সরকার। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন খাদ্য পরিদর্শক বিউটন চক্রবর্তী ।