জন্মাষ্টমী উদযাপনে এসএমপি’র সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস
আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১৩:৪১,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৯০ বার পঠিত
সিলেটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের লক্ষে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নাইওরপুলস্থ এসএমপি’র সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জন্মাষ্টমী উদযাপনে সকল সংস্থার সহযোগিতা কামনা করা হয় এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেয়া হয়। এছাড়া, শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসএমপি’র ট্রাফিক বিভাগ কাজ করবে বলেও জানানো হয়। এসএমপি’র মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মন্টুরাজ সিংহ, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ইসকন পরিচালক দেবর্ষী শ্রীবাস দাস, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়, সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ সুপারত ভট্টাচার্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাঃ তারেক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসাসহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এবং সকল থানার সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জ, র্যাব-৯ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।