সিলেটে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা
সিলেট ডায়াবেটিক হাসপাতালে কম খরচে ডেঙ্গু পরীক্ষা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৩২:০৪,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬৯ বার পঠিতসিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ফলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০ জনে নেমে এসেছে। সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ৪২৮ জন। বিভিন্ন সরকারি ও বে-সরকারি হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন মাত্র ৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী আর বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৩২ জন ও বে-সরকারি হাসপাতালে ৮ জন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ৫ জন ও বে-সরকারি হাসপাতালে ৩ জন। আর এই চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে ৮ জন ও বে-সরকারি হাসপাতাল থেকে ২ জন রোগী বাড়ি ফিরেছেন।
গত সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছিল ৪২০ জন। যার মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪২ জন।
সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় জানান, সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী। তিনি বলেন, দিন দিন ডেঙ্গু রোগী কমাতে কিছুটা স্বস্তি লাগছে। সরকার ডেঙ্গু চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পাশাপাশি সিলেট সিভিল সার্জন অফিসও সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
সিলেট ডায়াবেটিক হাসপাতালে
কম খরচে ডেঙ্গু পরীক্ষা
ডেঙ্গু বর্তমান সময়ে সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু আতঙ্কে ভূগছে গোটা বাংলাদেশ। ডেঙ্গু রোগ মোকাবেলায় সিলেট ডায়াবেটিক সমিতি পরিচালিত সিলেট ডায়াবেটিক হাসপাতালও পিছিয়ে নেই। এখানে অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। এখানে মাত্র ৪৩০ টাকায় ডেঙ্গু রোগের পরীক্ষা করা হয়। এছাড়াও রক্ত ও মুত্রের অন্যান্য পরীক্ষা করা হয়।- বিজ্ঞপ্তি