বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না ——শোয়েব
গোলাপগঞ্জ প্রেসক্লাবে শোকসভা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৩:৫১,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৮৪ বার পঠিতগোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট কৃষিবিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী চক্র এদেশকে পিছিয়ে দিয়েছিল। তারই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার লক্ষ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনাও করা যায় না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না।
বুধবার ২১ আগস্ট বিকেল ৫টায় গোলাপগঞ্জ প্রেসক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ শাহাদৎ বরণকারীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ্ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, পরিচালনা কমিটির সদস্য শেখ কামরুজ্জামান, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লস্কর, জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপ সম্পাদক হোসেন আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ।
উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শাহরিয়ার শিপু লস্কর, কামাল উদ্দিন, যুবলীগ নেতা ইশফাক আহমদ খান মুন্না, মিনহাজ খান শোহাগ, ছাত্রলীগ নেতা ফারহান মাসুদ আফসর, আমিরুর ইসলাম, নোমান আহমদ, তানজিম আহমদ, সাংবাদিক খালেদ হোসেন, সুলতান আবু নাসের, সাকিব আল মামুন, জয় রায় হিমেল প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ১ মাইল জামে মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান।