আওয়ামীলীগ নেতা বাবুল মিয়ার ইন্তেকাল, মক্কায় দাফন সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১১:৪০,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১২ বার পঠিতদক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জালালপুর জালালিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জালালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য, জালালপুর শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শেখপাড়া নিবাসী হাজী বাবুল মিয়া গত বুধবার ২১ আগষ্ট বাংলাদেশ সময় সকাল ১০ টায় সৌদি আরবস্থ মক্কায় প্রিন্স আব্দুল আজিজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……………… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল ২১ আগস্ট বুধবার বাংলাদেশ সময় রাত ৮ টায় মক্কায় বাবুল মিয়ার নামাজের জানাযা শেষে সেখানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, বাবুল মিয়া গত ২৯ জুলাই পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। হজ্জ পালন শেষে বাবুল মিয়া অসুস্থ হলে তাকে প্রিন্স আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাবুল মিয়ার মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার বাদ এশা মরহুমের শেখপাড়াস্থ বাড়ীতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।