সিলেটে ফার্মেসি থেকে পেথেডিনসহ যুবক আটক

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৬:১৫,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৬০ বার পঠিত
সিলেটের পাঠানটুলা এলাকায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের গেটের একটি ফার্মেসি থেকে ২০ এমপল পেথিডিনসহ অজিত কপালি (৩৬) নামের ১ যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের উত্তর গেটের সামনে মেসার্স মৌ ফার্মেসী থেকে তাকে আটক করে।
আটককৃত যুবক নগরীর উত্তর বাগবাড়ী এলাকার মৃত খেলন্দ্র চন্দ্র কপালির ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ তাকে এএসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।