চৌধুরীগাঁও বাজারে তীর খেলায় মহোৎসব, বেপরুয়া ফাহিম
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:২১:০৩,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬২৪ বার পঠিত
সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁও বাজারে ভারতীয় শিলং তীর খেলায় মহোৎসব চলছে। তীরে আশক্ত হয়ে উঠতি বয়সের যুবকসহ নানা পেশার লোকজন সর্বহারা হচ্ছেন। পুলিশ বিভিন্ন জায়গা অভিযান চালালেও চৌধুরী বাজারের ওই জুয়ার বোর্ডে হানা দেয়নি। অভিযোগ উঠেছে ওই বোর্ড পরিচালনা করে চৌধুরীগাঁও গ্রামের জমশেদ মিয়ার ছেলে ফাহিম আহমদ। সে পুলিশের সোর্স বলে এলাকায় পরিচিত। ফলে সে বেপারোয়া হয়ে উঠেছে।
এলাকাবাসীর দাবি বর্তমানে এই তীর খেলার কারণে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। ফলে চুরি, ছিনতাই ও রাহাজানি সৃষ্টি হচ্ছে। সকাল-দুপুর, রাত-দিন প্রকাশ্যে বাজারের বিভিন্ন ভুসিমালের দোকান মোবাইলের দোকানসহ রেললাইনের উপরে মোবাইলের মাধ্যমে চলেছে এ খেলা। অবাদেই জুয়ার বোর্ড বসিয়ে দেদারসে চলে আসছে এ তীর খেলা। যেনো কারো মাথা ব্যাথা নেই। পুলিশের সামনে এসব অপকর্ম চালিয়ে গেলেও তারা যেনো কিছুই দেখেন না। তীর খেলার বোর্ড বসিয়ে ফাহিম হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন ব্যাবসায়ি জানান, কিছুদিন আগে যে ফাহিম সিএনজি চালিত অটোরিক্সা চালক ছিল। এখন রাতারাতি সে ৪ টি সিএনজি চালিত অটোরিক্সার মালিক। দ্রুত সে লাখপতি হওয়ার কারণে স্থানীয়রা বাকরুদ্ধ। তারা কিভাবে ফাহিম এতো কিছু করল সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। ফাহিম চৌধুরীগাঁও বাজারে নিজস্ব একটি বলয় সৃষ্টি করে ফেলেছে। এদের মাধ্যমে সে রোজগার করে।
এ বিষয়ে ফাহিমের মন্তব্য জানতে চাইলে সে মুঠোফোনে জানায়, আমি আগে তীর খেলতাম ও বোর্ড পরিচালনা করতাম। এখন এসবে নেই। যে বলবে আমি তীরের বোর্ড পরিচালনা করি ; প্রমাণ না দিতে পারলে তাকে খেয়ে ফেলব।
এবিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
তিনি বলেন, আমাদের কাছে এমন তথ্য নেই। কারো কাছে এমন তথ্য থাকলে পুলিশকে অবহিত করবেন।