হাজী বাবুল মিয়ার ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক প্রকাশ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৫৭,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৮ বার পঠিত
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জালালপুর জালালিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জালালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য, জালালপুর শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শেখপাড়া নিবাসী হাজী বাবুল মিয়া বুধবার বাংলাদেশ সময় সকাল ১০ টায় সৌদি আরবস্থ মক্কায় প্রিন্স আব্দুল আজিজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……………… রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বৎসর। তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত বুধবার বাংলাদেশ সময় রাত ৮ টায় মক্কায় বাবুল মিয়ার নামাজের জানাযা শেষে সেখানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, বাবুল মিয়া গত ২৯ জুলাই পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। হজ্জ পালন শেষে বাবুল মিয়া অসুস্থ হলে তাকে প্রিন্স আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ মিশনের তত্ত্বাবধানে থাকা সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মরহুম বাবুল মিয়ার সঙ্গে হজ্বে যাওয়া সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন,ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার আকরাম হোসেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. দিলু মিয়া ও মাওলানা মো. ইয়াকুব মরহুমের সাথে রয়েছেন এবং সব কিছু দেখা শুনা করছেন।
বাবুল মিয়ার মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার বাদ এশা মরহুমের শেখপাড়াস্থ বাড়ীতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জালালপুর জালালিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জালালপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য, জালালপুর শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী বাবুল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী।তিনি শোকবার্তায় মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বাবুল মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন,গভর্নিং বর্ডির সদস্য অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী বাউল সাধক আব্দুল খালিক স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শাহ ময়নুল ইসলাম জিতু গভীর শোক প্রকাশ করেছেন।