কালনী নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৪৬,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৯২ বার পঠিত
দক্ষিণ সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা::দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কালনী নদী থেকে তুতু রহমান (৪৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নোয়াখালী কাটাগাঙ্গ এলাকার নাছির উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পাথারিয়া বাজার মাদরাসা সংলগ্ন কালনী নদীর মোড় এলাকায় লাশটি ভেসে উঠে।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। জানা যায়, গত ২ দিন আগে তুতু রহমান উপজেলার নোয়াখালী এলাকায় কাটাগাঙ্গ নদীতে পড়ে তলিয়ে যান। নিখোঁজের দু’দিন পর নদীতে তার লাশ ভেসে ওঠলে থানা পুলিশ লাশ উদ্ধার করে। দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।