রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের রিক্সা বিতরণ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫০:০০,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩০ বার পঠিত
রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লে. কর্নেল অব: অধ্যক্ষ এম আতাউর রহমান পীর বলেছেন, অসহায় দারিদ্র পীড়িত মানুষের কল্যাণে কাজ করা ইবাদতের সমতুল্য। রোটারী ক্লাবগুলো সমাজে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর আম্বরখানাস্থ সিলেট মেট্রোপলিটন কিন্ডারগার্টেন ক্যাম্পাসে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগে সুনামগঞ্জের বিশ^ম্বরপুর নিবাসী, বর্তমানে নগরীর বাগবাড়িতে বসবাসকারী দরিদ্র মোঃ নুরুল ইসলামকে রিক্সা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত হওয়ার আহবান জানান।
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আতিকুর রেজা চৌধুরী আরএফএসএম- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ। বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান বিধু ভূষণ চক্রবর্তী পিএইচএফ, এ্যাসিষ্টেন্ট গভর্ণর রোটারিয়ান ড. এডভোকেট শহীদুল ইসলাম, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, রোটারিয়ান পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, রোটারিয়ান পিপি মোঃ দেলোয়ার হোসেন চুন্নু, আইপিপি রোটারিয়ান আমিনুর রহমান শিবলু, রোটারিয়ান পিই প্রফেসর মোঃ জাকির আলী, ভিপি রোটারিয়ান এডভোকেট মোঃ আব্দুল হাফিজ, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ ইমাদ উদ্দিন, ট্রেজারার রোটারিয়ান নুরুল আলম, সদস্য রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ, রোটারিয়ান সেলিনা চৌধুরী প্রমুখ।
পরে প্রধান অতিথি রোটারিয়ান এম আতাউর রহমান পীর সহ অন্যান্য নেতৃবৃন্দ দরিদ্র নুরুল ইসলামের হাতে একটি রিক্সা প্রদান করেন।- বিজ্ঞপ্তি।