ওসমানী মেডিকেলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংবর্ধনা প্রদান

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫২:৪৪,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে সরকারি চাকুরী থেকে অবসরে যাওয়া কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপর ১২টায় হাসপাতালের সেমিনার রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল প্রফেসর মো. ইউনুছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আফছার উদ্দিন, সহকারী পরিচালক ডা. আসাদুজ্জামান জুয়েল, আর.পি মেডিসিন ডা. মো. আবু নাঈম, আরএস জেনারেল ডা. অরুণ কুমার বৈষ্ণব, সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা বেগম, উপসেবা তত্ত্বাবধকায় লক্ষী রানী, বিএনএ সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, বিদায়ী কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুন নুর খান।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, আপ্তাব উদ্দিন, নজরুল ইসলাম, এবাদুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিদায়ী চাকরিজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- শাহিন মিয়া, ফরিদ আহমদ, নুর মিয়া, আলেয়া বেগম, রহিমা খাতুন, আব্দুস ছালাম, ছাবিয়া, বেগম বিবি, জমির উদ্দিন, সেতারা বিবি, আব্দুর নুর খান, আবুল কালাম, সরু মিয়া, ইমরান হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম সম্পাদক মো. মুহিবুর রহমান, গীতা পাঠ করেন রানু রঞ্জন।-বিজ্ঞপ্তি