আলোকিত ভাটেরা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে ভাটেরিয়ান সিলেট
অন্তরঙ্গ আড্ডায় বক্তারা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৫৩,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৬ বার পঠিত
সম্প্রীতি, ভালোবাসা ও যুগোপযোগী পরিকল্পিত সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ ও আলোকিত ভাটেরা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে ভাটেরিয়ান সিলেট। ইতোমধ্যে ভাটেরিয়ান সিলেট শিক্ষা ও আর্ত-মানবতার কল্যাণে যে সকল কর্মসূচি গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ সংগঠনের মাধ্যমে সিলেটে বসবাসরত ভাটেরিয়ানদের মধ্যে বটেই, নিজ দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ভাটেরিয়ানদের মধ্যে সামাজিক ঐক্য তৈরি হবে।
গত বুধবার সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি সংগঠক মাহবুবুল মোরশেদ খসরু ও তার দুই সন্তান লেস্টার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন ফাইন্যাল ইয়ারে অধ্যয়নরত মেহরাজ মোরশেদ এবং কুইন এলিজাবেথ কলেজে এ লেভেলে অধ্যয়নরত মেহরাব মোরশেদ এর সম্মানে ভাটেরিয়ান সিলেট আয়োজিত অন্তরঙ্গ আড্ডায় বক্তারা এসব কথা বলেন। তারা আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, আজকের সংবর্ধিত দুই মেধাবী শিক্ষার্থী যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় ও কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের জন্য সুনাম বয়ে আনবে ইনশাল্লাহ।
ভাটেরিয়ান সিলেট এর আহ্বায়ক মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্তরঙ্গ আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম মতিউর রহমান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাটেরিয়ান সিলেট এর আন্তর্জাতিক প্রধান সমন্বয়ক মাহবুবুল মোরশেদ খসরু, ভাটেরিয়ান সিলেট এর যুগ্ম আহ্বায়ক মো. শফিক মিয়া ও আহমদ কবির রিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. আব্দুস শুকুর।
ভাটেরিয়ান সিলেট এর সদস্যসচিব শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ভাটেরিয়ান সিলেট এর যুগ্ম সদস্যসচিব এহসান রেজা খান, নির্বাহী সদস্য মো. লুৎফুর রহমান ও মুহিবুর রহমান শামীম, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, সদস্য মঞ্জুর আহমদ এবং তানজিল খান প্রমুখ। অন্তরঙ্গ আড্ডায় অংশগ্রহণের অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত যুক্তরাজ্যে অধ্যয়নরত শিক্ষার্থী মেহরাজ মোরশেদ ও মেহরাব মোরশেদ। অনুষ্ঠানে সংবর্ধিত মেহরাজ মোরশেদ ও মেহরাব মোরশেদকে ভাটেরিয়ান সিলেট এর পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে, একই অনুষ্ঠানে ভাটেরিয়ান সিলেট এর যুগ্ম সদস্যসচিব এহসান রেজা খান এর জন্মদিনের কেকে কেটে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।-বিজ্ঞপ্তি