নির্বাহী অফিসারের সহযোগিতায় উপজেলা সদরের শিক্ষার্থীদের ভাড়া কমানোর সিদ্ধান্ত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৯:৩১,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯১০ বার পঠিত
জাগির হোসেন বালাগঞ্জ প্রতিনিধিঃ ২২ অগাস্ট কলেজ ছাত্রলীগের সভাপতির উদ্যোগে, উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে বালাগঞ্জ সদরে অবস্থিত সকল প্রতিষ্টানের শিক্ষার্থীদের ভাড়া কমানোর সিদ্ধান্ত গ্রহনের জন্য এক মতবিনিময় সভা করা হয়।
বিগত ০৫ অগাষ্ট বালাগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া হ্রাস করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল,
কিন্তু সেটা কার্যকর না হওয়ার বোয়ালজুরের অনেক ছাত্র বালাগঞ্জ কলেজে আসার পথে অটোরিক্সায় আগের ভাড়া চাইলে তারা ভাড়া দিয়ে কলেজে আসেন, তারপর তারা বালাগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতির কাছে এসে দুঃখ প্রকাশ করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। নির্বাহী কর্মকর্তার নিজ উদ্যোগে , আজ বিকেল ৩ঘটিকায় কলেজ ছাত্রলীগের সভাপতি আবুুল কালাম ও অটোরিক্সা সমিতির সহ-সভাপতি জামাল আহমদ, শ্রমিক নেতা রোহেল আহমদ প্রিন্স, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সাধারন সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সাবুল মিয়া, সদস্য পনির মিয়া সহ অনেকের উপস্থিতে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন যে, বালাগঞ্জ সদরের সব প্রতিষ্টানে শিক্ষার্থীদের জন্য চলতি বছরের আগামী ২৪অগাস্ট থেকে অটোরিক্সা ভাড়া ৫ টাকা হ্রাস করা হয়।
তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের সময় ও বন্ধ পর্যন্ত সাথে নিজ নিজ প্রতিষ্টানের ড্রেস ও আইডি কার্ড বাধ্যতামূলক থাকতে হবে।
এব্যাপারে বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ প্রিন্সিপাল মোঃ লিয়াকত শাহ ফরিদি বলেন, শিক্ষার্থীদের এরকম সহযোগিতায় অনেক ছাত্ররা উপকৃত হবে। টি.এন.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম আকন্দ বলেন, যে, শিক্ষার্থীদের এমন সহযোগিতায় আসলেই প্রসংশিত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূস সাকিব, বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, কলেজ ছাত্রলীগ নেতা, রাকিব হোসেন, মোঃ জাহান অটোরিক্সা সমিতির সহ-সভাপতি জামাল আহমদ, শ্রমিক নেতা রোহেল আহমদ প্রিন্স, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সাধারন সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক সাবুল মিয়া, সদস্য পনির মিয়া সহ প্রমুখ।