গোয়াইনঘাটে সানা উল্লাহ মাষ্টারের ইন্তেকাল দাফন সম্পন্ন!
বিভিন্ন মহলের শোক প্রকাশ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:৫২:০৯,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৭১৪ বার পঠিত
গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের নারাইনপুর লামাটুল বানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব মাস্টার সানা উল্লাহ (লামাটুলের স্যার) আজ শুক্রবার রাত ১.২০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাইহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন) মারহুমের নামাজে জানাযা আজ বাদ জুম’আ ফতেপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।এদিকে,মানুষ গড়ার এ কারিগরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন,গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আমিনুর রহমান চৌধুরী,সাবেক চেয়ারম্যান নুরুল হাসান চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী মুসাব্বির আলী হেলথ এসোসিয়েশনের ডাঃ মনিরুজ্জামান,খেলাফত মজলিস উপজেলা সভাপতি কাজী মাওঃ শরিফ উদ্দিন, সেক্রেটারি আখলাক আহমদ, সাংবাদিক এম এ রহীম, শ্রমিক মজলিস উপজেলা সভাপতি হাসান আহমদ চৌধুরী,
বাংলাদেশ নাগরীক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ইসলাম আলী, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ,
ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,সেচ্ছাসেবক লীগের সভাপতি ডাঃ শফিকুর রহমান,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাজান সিদ্দিক সাবুল,
ফতেপুর নবতারা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সায়েম আহমদ, ফতেপুর স্টুডেন্ট ফোরামের সভাপতি ছাত্রনেতা রিয়াজ উদ্দিন বাবুল,ছাত্রনেতা হামিদুর রহমান,জসিম উদ্দিন,কামাল আহমদ সাফওয়ান, আলহাজ্ব মাওঃ বশির রহঃ সমাজকল্যাণ পরিষদের সভাপতি প্রভাসী নোমান আহমদ নির্বাহী সভাপতি মাওঃ মমতাজ উদ্দিন সেক্রেটারি আখলাক হুসাইন শ্রমিক নেতা মোঃ আমির উদ্দিন দেলোয়ার মেম্বার গুলজার আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।