আ. ন. ম. শফিকের বাসায় নাহিদ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:০৭,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৯ বার পঠিতসিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আনম শফিকের বাসায় গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর ২টায় উপশহরস্থ বাসায় যান নেতৃবৃন্দ।
এসময় আনম শফিকের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আনম শফিকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন।
এসময় তারা বলেন- সিলেটের ইতিহাসে ২য় আ.ন.ম শফিক আসবেন না। তাঁর মতো মহৎ, সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা পাওয়া খুব কঠিন। সিলেটবাসীর গর্ব যে- আ.ন.ম শফিকের মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদ পেয়েছেন। সিলেটের রাজনৈতিক ইতিহাসে আ.ন.ম শফিকের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তাঁর প্রয়ানে রাজনৈতিক অঙ্গণে যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।
পরে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বদর উদ্দিন আহমদ কামরান সহ নেতাকর্মীরা মরহুমের মাজার জিয়ারত করে ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক ছাত্রনেতা এড.আব্বাস উদ্দিন, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, জেলাে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, পরিবারের সদস্য আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা রুমেল সিরাজ, ছাত্রলীগ নেতা মনিরুল হক পিনুসহ নেতৃবৃন্দ।