জৈন্তাপুরে ইয়াবাসহ আটক ২
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০৯:০৮,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৬১ বার পঠিতসিলেটের জৈন্তাপুর উপজেলায় সাইট্রাস গবেষণা কেন্দ্রে পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় ও রাত ৮টায় পৃথক এ অভিযান দুটি পরিচালনা করা হয়।
আটককৃতরা হল, নিজপাট ইউনিয়নের ডৌডিক গ্রামের আতিকুর রহমানের ছেলে মুসলিম উদ্দিন (২৮) ও নিজপাট ইউনিয়নের মাহুত হাটি গ্রামের মৃত বাবুল মিয়া’র ছেলে রিপন মিয়া (২৯)।
পুলিশ সূত্রে জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম ও প্রদীপ সঙ্গীয় ফোর্স নিয়ে সাইট্রাস গবেষণা কেন্দ্রের মাজারে পৃথক অভিযান পরিচালনা করে মুসলিম উদ্দিন ও রিপন মিয়া নামের দুই জনকে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় হাতে নাতে আটক করা হয়। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক আটকের বিষয় নিশ্চিত করেন বলেন, তারা দীর্ঘ দিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছে। তাদের দুজনকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে। আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।