সিলেটে জনতা ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৩৬,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৮৭ বার পঠিত
জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগের বিভিন্ন গ্রেডের কর্মকর্তাদের নিয়ে গত শুক্রবার (২৩ আগস্ট) “ওয়ার্কশপ অন আইসিটি সিকিউরিটি এন্ড ফ্রাউড প্রিভেনশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক সন্দীপ কুমার রায় এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ব্যাংকে আর আগের মত বাজার থেকে লোহার তৈরি তালা-চাবি দিয়ে বন্ধ করে বা বন্দুকধারী সিকিউরিটি গার্ড দিয়ে নিরাপত্তা বিধান করা সম্ভব নয়। বর্তমান ব্যাংকিং ব্যবস্থা তথা আর্থিক লেন-দেন তথ্য প্রযুক্তি নির্ভর। তাই প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থার সর্বত্তম ও সতর্ক ব্যবহারের মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকের আইটি পলিসি ও আইটি ব্যবস্থাপনাকে সঠিকভাবে জেনে ও মেনে কাজ করতে হবে। বিশেষ করে পাসওয়ার্ড ব্যবস্থাপনাকে গুরুত্বে সাথে পরিপালন করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আইটি ডিপার্টমেন্ট এর সহকারী মহাব্যস্থাপক মোহাম্মদ এহতেশাম জলিল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার জয়নুল আবেদীন এবং প্রিন্সিপাল অফিসার বায়েজীদ হাসান ভুঁইয়া। প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংক সিলেট বিভাগের ২৫জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।