সিলেট জেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা সম্পন্ন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৪৫,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম চল্লিশা আগামী শনিবার (৩১ আগষ্ট) পালন উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে গত ২৩ আগস্ট শুক্রবার সন্ধ্যায় সুরমা মার্কেট জাতীয় পার্টির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাকুল হুসেন শামীমের সভাপতিত্বে ও জেলা জাপার যুগ্ন আহবায়ক আলতাফুর রহমান আলতাফ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ মকসুদ ইবনে আজিজ লামা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ শরফ উদ্দিন খসরু, জেলা জাপার যুগ্ম আহবায়ক এডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, মোঃ দৌলা মিয়া।
উপস্থিত ছিলেন জেলা জাপা নেতা মতছির আলী, আসজাদুর রহমান রোম্মান, সাদ্দাম, জাতীয় সাইবার পার্টি সিলেট বিভাগীয় সমন্বয়কারী এস এম শামীম আহমেদ, জেলা সমন্বকারী মামুন আহমদ, লুৎফুর রহমান ফয়ছল, আতিকুর রহমান, কিবরিয়া আহমদ দেলোয়ার হুসেন, সাদ আহমদ শাহিন প্রমুখ। বিজ্ঞপ্তি