বাংলা ফিউচার ভয়েস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটি গঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:১৯,অপরাহ্ন ২৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৬ বার পঠিতবাংলা ফিউচার ভয়েস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটি গঠন ও প্যানেল ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা ফিউচার ভয়েসের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ।
সংগঠনের প্রধান পরিচালক আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে ও উপস্থাপনা পরিচালক মুশাহিদ আল বাহার এর পরিচালনায় অনুষ্ঠানে প্যানেল ঘোষণা করেন বাংলা ফিউচার ভয়েসের চেয়ারম্যান হাফিজ সাব্বির আহমদ রাজি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমদুর রহমান খান হিনু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম চৌধুরী আলবাব, খলিলুল্লাহ মাহবুব, মাওলানা ফাহাদ আমান, এম.আর নোমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়াজ আহমদ, তানিম চৌধুরী, দেলোয়ার হোসেন ইমরান প্রমুখ।
শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন বিশ^জয়ী হাফিজ হোসাইন আহমদ।
বাংলা ফিউচার ভয়েস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটি ও প্যানেলের দায়িত্বশীলগণ হচ্ছেন- উপদেষ্টা আহমদুর রহমান খান হিনু, জহিরুল ইসলাম আলবাব চৌধুরী, হাফিজ মিছবাউল হক, হাফিজ মাহফুজুর রহমান, ইকবাল হাসান জাহিদ, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, মাওলানা ফাহাদ আমান, মাওলানা রিয়াজুল ইসলাম, সাজিদুর রহমান, তাহের আহমদ, সিদ্দিকু রহমান, চেয়ারম্যান হাফিজ সাব্বির আহমদ রাজি, প্রধান পরিচালক আরিফ বিল্লাহ, সংগীত প্রশিক্ষক মাছুম বিল্লাহ, উপস্থাপনা পরিচালক মুশাহিদ আল বাহার, আবৃতি পরিচালক আব্দুল ওয়াহিদ চৌধুরী, অফিস সম্পাদক জুবায়ের সারওয়ার, মিডিয়া পরিচালক তনিম আহমদ, সহ মিডিয়া পরিচালক আহবাবুর রহমান আনহার, প্রচার সম্পাদক জাফর সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক হাবিবুন নবী সাহেদ, সদস্য মনছুরুল হাসান ইলিয়াস, তাওহিদুর রহমান লাহিন, মুসাদ্দিক হোসাইন, জাকির হোসেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি