দেওয়ান বাজার ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি আশিকুর রহমান কে সংর্বধনা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩০:১০,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩২ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার গহরপুর দেওয়ান বাজার ট্রাষ্ট ইউকে’র সাবেক সভাপতি তরুন সমাজ কর্মি মোঃ আশিকুর রহমান কে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আশিকুর রহমারনের নিজ গ্রাম দেওযান বাজার ইউনিয়নের বরকত পুর সমাজ কল্যাণ সংস্থা ও গ্রামবাসীর উদ্যোগে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংর্বধনায় সংবর্ধিত অতিথিকে গ্রামবাসী ও বরকত পুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় ডাঃ ইকবাল আহমদের সভাপতিত্বে সংস্থার সাধারন সম্পাদক হাফিজ শরিফ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বি মোঃ তজমুল আলী,হাজি গুলশের মিয়া, মোঃ সুলেইমান আলী সংস্থার সভাপতি মাওলানা রায়হান আহমদ, সহ সাধারন সম্পাদক শিমুল আহমদ ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাহেদ আহমদ, উপস্থিত ছিলেন আতার,পাভেল, নাজিম, বদরুল, সুজেদ, ফয়েজ, জামাল,রাসেল, আনু, প্রমুখ।