ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ যাত্রী ও পথচারীদের সচেতনতা পথসভা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০০:২৭,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩৭৮ বার পঠিত
রবিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় হুমায়ূন রশিদ চত্ত্বরে সিলেটে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ যাত্রী ও পথচারীদের সচেতনতা পথসভা আয়োজন করা হয়।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি)’র উদ্যোগে ট্রাফিক বিভাগ কর্তৃক এক পথসভার আয়োজন করা হয়।
এসময় যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য প্রদান এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী আবুল ফজল, সিলেট বিআরটি এর মটরযান পরিদর্শক মাহাবুব রাব্বানী, নিরাপদ সড়ক চাই- এর মহানগর সেক্রেটারী আব্দুল হাদী পাবেল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিকুলিন চাকমা এবং এসএমপির ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ প্রমুখ। সভায় বক্তারা বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।