নগরীতে ১৪ জন জুয়াড়ি গ্রেপ্তার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৪২:৩১,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২৯ বার পঠিতনগরীর লামাবাজারে বাংলাদেশ প্রাক্তন সৈনিক ক্লাবের ভিতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৪ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ নগদ ৫৭ হাজার ৮২০ টাকা জব্দ করে র্যাব।
রোববার র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট নগরের সুবিধবাজারের মো. মহসিন আলী (৪৯), বাগবাড়ী এলাকার রাহুল ঘোষ (বাপ্পু) (২৪), কাষ্টঘর এলাকার ঝলক দাস (২৮), মো. সুমন (১৯), রায়নগরের রঙ্গী মিয়া (৪৮), জালালাবাদ থানাধীন সাধুপুর গ্রামের মো. শফিক মিয়া (৪৮), দরগাহ মহল্লার মো. সিরাজ মিয়া (৫৫), সুনামগঞ্জের মো. সুমন মিয়া (২৮), মো. ফরিদ আলম (৩৭), মো. জামাল উদ্দিন (৪৯), মো. সাইফুল (৩২), মোগলাবাজার এলাকার মো. এমাদ উদ্দিন (৪৮), পুরাতন মেডিকেল কলোনি এলাকার মো. লিটন মিয়া (২৮), চন্দন টুলার মো. নেওয়ার হোসেন (৪২)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এসএমপির কোতোয়ালী থানাধীন লামাবাজার এলাকার বাংলাদেশ প্রাক্তন সৈনিক ক্লাবের ভিতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৮ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।