দশঘর ইউনিয়নের চেয়ারম্যান/সচিব’র বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে ইউএনও, জেলাপ্রশাসক বরাবরে লিখিত অভিযোগ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:১৪:৫২,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ২৮২৯ বার পঠিতদশঘর ইউনিয়নের চেয়ারম্যান/সচিব’র বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে ইউএনও, জেলাপ্রশাসক বরাবরে লিখিত অভিযোগ
বিশ্বনাথ থেকে আনহার বিন সাইদ: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নেওয়া সহ ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার, উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে ও বিকাল ৩টায় জেলাপ্রশাসকের কার্যালয়ের দশঘর ইউনিয়নের পক্ষে প্রায় একশো লোকের সাক্ষরিত এক অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয় যে, বিশ্বনাথ দশঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোঃ হাবিবুর রহমান, সচিব মোঃ সাবুল আহমেদ সহ সংশ্লিষ্টরা দীর্ঘদিন থেকে ইউনিয়নের সাধারণ মানুষের সরলতার সুযোগে জন্ম নিবন্ধন তৈরীতে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা আদায় এবং তাদের দেয়া জন্ম সনদের ভুল সংশোধন করাতে হলেও আরো কয়েকগুণ বাড়তি টাকা আদায় সহ বিভিন্নভাবে ভাবে জিম্মি করে টাকা আদায় করে যাচ্ছেন।
এর আগে বার বার ভুক্তভোগী পরিবারগুলো বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানকে মৌখিক ভাবে জানানোর পরেও কোন প্রতিকার পায়নি।
অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, জন্ম সনদে সরকারী নির্ধারিত ফির চাইতে
অতিরিক্ত টাকা ও ভুল সংশোধনে টাকা নেয়ার কোন বিধান আছেনি চেয়ারম্যান এর কাছে এলাকাবাসী জানতে চাইলে
এই প্রসঙ্গে তিনি বলেন, সংশোধন করার ক্ষমতা আমাদের নেই, আমরা ফরম পূরণ করে দেই, উপজেলা নির্বাহী অফিসার ও ভিসি সাহেব টাকা ছাড়া কাজ করেন না।
উল্লেখ যে এই ইউনিয়নে নির্বাচ না হওয়ায় প্রায় ১৭ বছর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন হাবিবুর রহমান। ফলে ইউনিয়ন পরিষদকে ঘুষ দুর্নীতি সহ নানান অপকর্মের আখড়ায় পরিনতি করেছেন।