সিলেটে ইসকন মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৪১:০৩,অপরাহ্ন ২২ মার্চ ২০২০ | সংবাদটি ৪৬০ বার পঠিত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ এড়াতে দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে প্রবেশ নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) মন্দির, সিলেট।
রোববার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেটের ইসকন মন্দির থেকে পাঠানো ও ইসকন সিলেটের কমান্ডার ঈশান নিমাই দাস ব্রহ্মচারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্দিরের অভ্যন্তরের করোনা ভাইরাস রোধকল্পে সতর্কতামূলর ব্যবস্থা হিসেবে আজ রোববার সকাল থেকে মন্দিরে সাময়িক সময়ের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
পরিস্থিতির ওপর নির্ভর করে পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।