আবু হুরায়রা রা. মাদ্রাসার ফুযালা পরিষদের আহবায়ক কমিটি গঠন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১০:৪২,অপরাহ্ন ২৪ মার্চ ২০২০ | সংবাদটি ৪৬৬ বার পঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি:
জামেয়া আবি হুরায়রা রা. আল-ইসলামিয়া মহালদিক মাদ্রাসার ফুযালা ও আবনা পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ২৩ মার্চ বিকাল ৩ টায় মাদ্রাসার দফতরে ইহতেমামে ভারপ্রাপ্ত মুহতামিম ও প্রথম ব্যাচের ফাযিল হযরত মাওলানা ইয়াহইয়া খানের সভাপতিত্বে প্রায় অর্ধশত ফুযালা ও আবনাদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হাফিজ মাওলানা কয়েছ আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন- আহবায়ক- মাওলানা ইয়াহইয়া খান, যুগ্ম আহবায়ক- জুনায়েদ আহমদ। সদস্য, হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, কারী মাওলানা আখলাক হুসাইন, হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা ফজলুল হক, মাওলানা তোফায়েল আহমদ।
উক্ত সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা শায়খ ইসমাঈল খান প্রতিষ্ঠিত আল-মক্কী কোরআন শিক্ষা বোর্ড এর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সেন্টার বৃদ্ধি ও প্রচারণা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার মডেল মাদরাসার শিক্ষা সচিব হাফিজ মাওলানা আসাদুর রহমান চৌধুরী, বিন্নাকান্দি আবিদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শরীফ উদ্দিন প্রমূখ।