জগন্নাথপুরে ভূমি খেকো আতাউর রহমান কর্তৃক সরকারী খাল দখল: এলাকায় প্রতিবাদের ঝড়!
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৮:১২,অপরাহ্ন ২৭ মার্চ ২০২০ | সংবাদটি ৫৬৭ বার পঠিত
জগ্ননাথপুর সংবাদ দাতা: সুনামগঞ্জের জগন্নাথপুুরে এক প্রভাবশালী লন্ডন প্রবাসী সরকারী খালের ভূমি ভরাট করে দখলে করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায় সরকারী খাল দখলকারি, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত সিতাব আলীর পুত্র লন্ডন প্রবাসী আতাউর রহমান।
অনুসন্ধানে জানাযায়, ১২৭নং জেএল স্থিল ফতেহপুর মৌজার ১নং খতিয়ানের অন্তর্ভূত ৩৬নং দাগের খালরকম ভূমি, বর্তমান রেকর্ডের মন্তব্য কলামে স্থানীয় জনসাধারনের পানি নিস্কাসনের জন্য ও নৌচলাচলের প্রয়োজন থাকা সত্তেও অর্থ ও প্রভাব প্রতিপত্তির খাটিয়ে অাইনের প্রতি তোয়াক্ষা না করে সম্পূর্ণ বে-অাইনি ভাবে খালটি ভরাট করেছেন বলে স্থানীয়রা জানান।
সরেজমিন গিয়ে দেখা গেছে গ্রামের অনেকে লোক তার ভয়ে মুখ খুলতে নারাজ, নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, আতাউর রহমান এলাকার প্রভাবশালী লোক, যার ধন ও জনবল সব-ই অাছে। সে লন্ডন থেকে দেশে এসে নিজে উপস্থিতি থেকে সরকারী খাল ভরাট করেছেন। এসময় তার বিরুদ্ধে গ্রামের কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
এ ব্যাপারে একই গ্রামের লন্ডন প্রবাসী সুনারা বেগম বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে জগন্নাথপুর থানার এসঅাই রাজিব অভিযোগটি তদন্ত করেন। পরে বাদিনী সুনারা বেগম সুষ্ট সমাধানের জন্য অবৈধ দখলবাজের হাত থেকে খালটি উদ্ধার করতে গত ১৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আরেকটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানাযায়, এলাকাবাসীর পানি নিস্কাসনের একমাত্র খাল মাটি ধারা ভরাট করায় এলাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এবং জনগণের বাড়ি-ঘরে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হবে এজন্য সরকারী এ খালটি প্রবাসী ভূমি- খেকুর কবল থেকে উদ্ধার করে গ্রামের জনসাধারণের পানি নিস্কাসনের ব্যবস্থা করে দিতে জনগণের পক্ষে প্রবাসী সুনারা বেগম বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
খাল ভরাট সম্পর্কে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজির উদ্দিন প্রবাসী আতাউর রহমান কর্তৃক সরকারী খাল ভরাটের সত্যতা স্কীকার করেন।
এব্যাপারে সরকারী খাল দখলকারি লন্ডন প্রবাসী আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অামার চাচাতো ভাই লন্ডন প্রবাসী অাজির উদ্দিনের পক্ষে অামি দেশে এসে খালটি ভরাট করেছি। সরকারি খাল ভরাট করে ভুল করেছি এজন্য অামি দুঃখিত।