ঢাকা থেকে হঠাৎই বরইকান্দিতে এক ব্যক্তি, এলাকায় আতংক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৪০:৫৬,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২০ | সংবাদটি ২৬২২ বার পঠিত
দক্ষিণ সুরমা উপজেলা বরইকান্দি ইউনিয়নের ৩ নং রোড মৃত তেরা মিয়ার ছোট ছেলে মোহাম্মদ নাজির মিয়া ঢাকায় এস আলম কোম্পানির মিরপুর শাখায় গত কয়েক মাস যাবত চাকরিতে ছিলেন, কিন্তু হটাৎ করে তিনি গত ২/৩ দিন থেকে তাহার বরইকান্দির বাড়িতে আসেন যা তাহার পরিবার ছাড়া, পাড়া প্রতিবেশীর কেউ ই জানেন না ।
খোঁজ নিয়ে জানা যায় দক্ষিণ সুরমা থানার পুলিশ তাহার বাড়িতে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে মৌখিক ভাবে নাজির মিয়ার পরিবার কে বলে আসেন তিনি যেনো আগামী ১৫/২০ দিন হোম কোয়ারান্টাইন তাখার জন্য।
করোনা ভাইরাস সংক্রমণে দেশের সবচেয়ে বেশি এ পর্যন্ত আক্রান্ত ঢাকার মিরপুর এলাকায়, আর নাজির মিয়া যেহেতু মিরপুর এলাকা থেকে এসেছেন তাই বরইকান্দির অত্র এলাকার বাসিন্দাদের মধ্যে আতংকিত হয়ে আছেন।