বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:৪১,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩৫৪ বার পঠিতবিশ্বনাথ প্রতিনিধিঃ
দুখি মানুষের আশার বাতিঘর’ শ্লোগানকে সামনে রেখে বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়নের আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়ার উদ্যোগে ৬ষ্ঠ কর্মসূচি, ফ্রী মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (২৪ফেব্রুয়ারী) সকাল ১০টায়, স্থানীয় বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষদের সভাপতি আব্দুর রব সরকারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা সাদিক সিরাজীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াস উদ্দিন, উদ্বোধনী বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী, খাজাঞ্চি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ লাল মিয়ার পুত্র মোঃ রায়হান আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিবুল ইসলাম মেম্বার, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল রঞ্জন গোস্বামী, সাবেক মেম্বার মোঃ ফজর আলী, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল মিয়া, জাহেদা বেগম, বিশ্বনাথ গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটির (পৌর) সভাপতি ডা. গিয়াস উদ্দিন সোহাগ, শুভেচ্ছা বক্তব্য রাখেন আইডিয়াল পরিষদের সহ-সভাপতি রফিক আহমদ, মোনাজাত পরিচালনা করেন বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ শাফি উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বন্ধুয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি মাওলানা আব্দুস সোবহান, ইসরাইল আলী, কুদ্দুস আলী, নোয়াব আলী, আইডিয়াল সমাজসেবা পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি ছালেহ আহমদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ জসীম, সহসাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, সমাজকল্যাণ সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক এম এ সাইদ, সহপ্রচার সম্পাদক গোলজার আহমদ ইমন, অফিস সম্পাদক মোঃ রহীম আলী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য জাকির হোসেন, নাজিম উদ্দিন, সাকিব হাসান, হেলালুল ইসলাম প্রমূখ।
ফ্রী মেডিক্যাল ক্যাম্পে দিনব্যাপী এলাকার প্রায় দুইশ মানুষের মাঝে চিকিৎসা প্রদান করেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার শামসুল ইসলাম মঞ্জু ও লুবাবা ইয়াসমিন।