শিহাব উদ্দিন হত্যার প্রতিবাদে দক্ষিণ সুরমায় বিক্ষোভ মিছিল

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৫১:০৪,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৩০৯ বার পঠিতআজ মেধাবী শিক্ষার্থী শিহাব উদ্দিন হত্যার দুই বছর। এ উপলক্ষে আজ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত লালাবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি লালাবাজার থেকে দক্ষিণ সুরমার চন্ডিপুল প্রদক্ষিণ করে এক মানববন্ধনে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে লালাবাজার- দক্ষিণ সুরমার ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। উক্ত মিছিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল লতিফ। তিনি শিহাব উদ্দিনের হত্যাকারীদের গ্রেফতার করতে না পারার প্রতিবাদ জানান। তিনি বলেন ‘শিহাব উদ্দিন হত্যার অন্যতম ঘাতক সুফিয়ান দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার আহব্বান জানান।’
শিহাব উদ্দিনের বাবা ইদ্রিস আলী বলেন, ‘আমার ছেলে নির্মম হত্যার শিকার হওয়ার পর প্রতিটি দিন দুঃসহ যন্ত্রণায় কাটছে আমাদের। দুই বছর পেরিয়ে গেলেও সন্তান হারানোর শোক সহ্য করতে পারছি না। এই দুই বছরে প্রতিটি মুহূর্তে ছেলে হারানোর কথা মনে করে তার মা শোকে কাতর হচ্ছে । ছেলের শোকে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। আমি সন্তান হত্যার বিচার চাই।’ উক্ত মানব বন্দনে উপস্থিত ছিলেন সায়মন আহমদ, আলী আকবর,তারামিয়া, ইমাদ,নাদিম, ইমন প্রমুখ। মানববন্ধনে বক্তারা শিহাব উদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রশাসন সহ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন। বক্তারা বলেন, অতিদ্রুত সকল আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করা হউক। সুফিয়ান দেশ ছেড়ে পালিয়ে গেছে তাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান বক্তারা।