জালালপুরে ব্যবসায়ী সিতাবের উপর হামলাকারী শায়েখ কারাগারে

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:১৭:০৩,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৯৫৫ বার পঠিতদক্ষিণ সুরমার জালালপুরে ব্যবসায়ী সৈয়দ মতিউর রহমান সিতাবের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৪নং আসামি শায়েখ আহমদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সে জালালপুর ইউনিয়নের মিরারগাঁও গ্রামের মৃত ফিরোজ আলীর পুত্র।
পলাতক থাকাবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির হলে আদালতের বিচারক সাইফুর রহমান তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, ২০১৯ সালের ২৭ অক্টোবর রাতে মেসার্স আলী ডেকোরেটার্স এর স্বত্তাধিকারী সিতাব তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সিতাবের ভাই সৈয়দ মিজানুর রহমান শিহাব বাদী হয়ে এসএমপির মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। যার নং ১৮। এ মামলায় গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে শায়েখের সংশ্লিষ্টতার কথা বলেছেন। এছাড়া শায়েখ ২০১৯ সালে দক্ষিণ সুরমা থানার একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি। মামলা নং ১১। দক্ষিণ সুরমা কামালবাজার এলাকার মৃত হাফিজুর রহমানের স্ত্রী আফিয়া বেগম রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছিলেন। এদিকে ব্যবসায়ী সিতাবের উপর হামলাকারী অন্যান্য আসামিরা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন।