বিশ্বনাথে উদয়ন ফুটবল ক্লাব কতৃক আয়োজিত ফুটবল ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৯:২৯,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ২৫৭ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের উদয়ন ক্লাব কতৃক আয়োজিত ফুটবল ২০২০ এর রয়েল এফ,সি সিঙ্গেরকাছ বনাম বৈশাখী ফুটবল ক্লাব তাজপুর এর মধ্যে ফাইনাল খেলা ২৭শে ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৩ঘঠিকায় সিংঙ্গেরকাছ বাজারের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হয়,।
এসময় উপস্থিত ছিলেন ও সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃআবারক আলী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ গোলাম আব্বাস আরেব অরফে নবাবজাদা আলী আব্বাসদৌলা,উদ্বোধন করেন মোঃঅলিউর রহমান বকুল,শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান সিলেট বিভাগ , মোঃসুহেল আহমদ চৌধুরী সাবেক চেয়ারম্যান বিশ্বনাথ উপজেলা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শাহ আলম সিনিয়র সাংবাদিক ও সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় সীমিত,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মোঃশফিক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ।
মেম্বার মোঃনুরউদ্দীন মেম্বার মোঃইরন মিয়া,মোঃসাদ্দাম হোসেন,মোঃআলমগীর হোসেন।
ফাইনালে চ্যাম্পিয়ান হয়,রয়েল এফ,সি সিংঙ্গেরকাছ ও বৈশাখী ফুটবল ক্লাব তাজপুর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।