বিশ্বনাথে খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৩২:০৩,অপরাহ্ন ০২ মার্চ ২০২১ | সংবাদটি ৩১২ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃআনহার বিন সাইদ
সিলেট জেলাধীন বিশ্বনাথ উপজেলা শাখা খেলাফত মজলিসের নির্বাহী পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২মার্চ) বাদ আসর, উপজেলা সভাপতি ও সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায়, ২০১৯-২০ সেশনে উপজেলা শাখার অধীনে প্রতিটি ইউনিয়নের সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়। পাশাপাশি নির্বাহী পরিষদের শেষ বৈঠকের পর্যালোচনা ও আগামী শুরা বৈঠকের সম্ভাব্য তারিখও নির্ধারণ করেন নেতৃদ্বয়।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অধ্যক্ষ সায়েফ আহমদ শায়েক, মাওলানা আব্দুল মতিন, মুফতি শিহাব উদ্দিন, হাফিজ মুহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমদ, প্রচার সম্পাদক আনহার বিন সাইদ, নির্বাহী সদস্য লোকমান আহমদ, হাফিজ শরিফ উদ্দিন ও রাসেল শিকদার প্রমূখ।