নগরী থেকে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১২:১২:০৬,অপরাহ্ন ০৫ মার্চ ২০২১ | সংবাদটি ২৪৯ বার পঠিতনগরীর ওসমানী মেডিকেল রোড থেকে বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, নগরীর মাছিমপুর দোয়েল-১৪ নম্বর বাসার মৃত হাজী তারা মিয়ার ছেলে আক্তার হোসেন ভিরু (৩৩)।
এর আগে বুধবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিএসসি ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে ওসমানী মেডিকেলের সামনে থেকে আক্তার হোসেন ভিরুকে গ্রেফতার করে র্যাব। পরে সংশ্লি¬ষ্ট থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।